নিজস্ব সংবাদদাতা: একসময়ের টিআরপি টপার জি বাংলার 'জগদ্ধাত্রী'। বর্তমানে রেটিং চার্টে নম্বর কমে এলেও 'জগদ্ধাত্রী'-স্বয়ম্ভূ'র কেমেস্ট্রি আজও দারুণ ভালবাসা পায় দর্শকের কাছে। কিন্তু এখন দু'জনের মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি। মিথ্যে অপবাদে কারাদণ্ড হয়েছে 'স্বয়ম্ভূ'র।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, 'কাকলি দেবী' আর 'কাঁকন'কে কিডন্যাপ করার অভিযোগে কারাদণ্ড হয়েছে 'স্বয়ম্ভূ'র। কিন্তু এই চক্রান্তের সঙ্গে জড়িত রয়েছেন 'কাকলি দেবী'ই। কিন্তু মিথ্যে জালে তিনি ফাঁসাতে চান 'দেবু' কে।
তার ছেলের ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে দিয়ে দোষ স্বীকার করান 'কাকলি দেবী'। এদিকে 'জগদ্ধাত্রী' জানে যে 'দেবু' এই কাজের সঙ্গে কিছুতেই জড়িত থাকতে পারে না। সন্দেহের বসে সে কী খুঁজে পাবে আসল অপরাধীকে? মিথ্যে অভিযোগের থেকে 'স্বয়ম্ভূ' কে মুক্ত করতে পারবে কি সে? নাকি আবারও ভুল বুঝে দূরে সরে যাবে 'জগদ্ধাত্রী'-'স্বয়ম্ভূ'? সেই উত্তর মিলবে 'জগদ্ধাত্রী'র আগামী পর্বে।
প্রসঙ্গত, টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে না পারলেও দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে ধারাবাহিকের এই জুটি। অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে দর্শক তাঁদের জুটিকে অফস্ক্রিনেও একসঙ্গে দেখতে চান। কিন্তু দু'জনের বন্ধুত্ব ছাপিয়ে গিয়েছে অন্য সব সম্পর্ককে।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, 'কাকলি দেবী' আর 'কাঁকন'কে কিডন্যাপ করার অভিযোগে কারাদণ্ড হয়েছে 'স্বয়ম্ভূ'র। কিন্তু এই চক্রান্তের সঙ্গে জড়িত রয়েছেন 'কাকলি দেবী'ই। কিন্তু মিথ্যে জালে তিনি ফাঁসাতে চান 'দেবু' কে।
তার ছেলের ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে দিয়ে দোষ স্বীকার করান 'কাকলি দেবী'। এদিকে 'জগদ্ধাত্রী' জানে যে 'দেবু' এই কাজের সঙ্গে কিছুতেই জড়িত থাকতে পারে না। সন্দেহের বসে সে কী খুঁজে পাবে আসল অপরাধীকে? মিথ্যে অভিযোগের থেকে 'স্বয়ম্ভূ' কে মুক্ত করতে পারবে কি সে? নাকি আবারও ভুল বুঝে দূরে সরে যাবে 'জগদ্ধাত্রী'-'স্বয়ম্ভূ'? সেই উত্তর মিলবে 'জগদ্ধাত্রী'র আগামী পর্বে।
প্রসঙ্গত, টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে না পারলেও দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে ধারাবাহিকের এই জুটি। অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে দর্শক তাঁদের জুটিকে অফস্ক্রিনেও একসঙ্গে দেখতে চান। কিন্তু দু'জনের বন্ধুত্ব ছাপিয়ে গিয়েছে অন্য সব সম্পর্ককে।
