নিজস্ব সংবাদদাতা: একের পর এক নতুন টুইস্টে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক আবার ফিরে পেয়েছে  টিআরপি তালিকায় নিজের হারানো জায়গা। তবে তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিককে। 

 

গল্পে বহুদিন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিন্যের কথা। টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখাদেখি প্রায় বন্ধ অঙ্কিতা ও সৌম্যদীপের। দু'জনের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দু'জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না। গল্পে এসেছে ২০ বছরের লিপ। সেখানে জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে অঙ্কিতাকেই। তাই নেটপাড়ার গুঞ্জন, এবার দুর্গার নতুন নায়ক আসবে, আর ধারাবাহিক থেকে বাদ পড়বেন সৌম্যজিৎ। 

 

যদিও এই সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে ফের হাসিমুখে ধরা দিলেন অঙ্কিতা-সৌম্যজিৎ। অফস্ক্রিন আড্ডায় জমে উঠল তাঁদের বন্ধুত্বের রসায়ন। 'ব্লুজ প্রোডাকশন হাউজ'-এর পক্ষ থেকে একটি মজার ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করা হয়েছে। সেখানে একে অপরকে নিয়ে গান গাইতে দেখা যায় অঙ্কিতা-সৌম্যদীপকে। অঙ্কিতার জন্য শাহরুখ খানের 'দিলওয়ালে' ছবির 'গেরুয়া' গানটি গান সৌম্যদীপ। এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাড়া ফেলে দিয়েছে 'জগদ্ধাত্রী'র অনুরাগীদের মধ্যে।