আজকাল ওয়েবডেস্ক: প্রণয় যে এমন বেদনার হতে পারে সেকথা স্বপ্নেও ভাবেননি বছর কুড়ির তরুণী। ব্রিটেনের বাসিন্দা এক তরুণীকে সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয় বিরল এক অ্যালার্জির জন্য।

বিজ্ঞানপত্রিকা ‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে এই ঘটনার কথা। ঘটনার বিবরণে চিকিৎসকেরা জানিয়েছেন, যখন তরুণীকে হাসপাতালে আনা হয় তখন তাঁর অবস্থা রীতিমতো খারাপ। মুখ ফুলে গিয়েছে, চাকা চাকা দাগ বেরিয়ে গিয়েছে সারা শরীরে। শ্বাস নিতেও প্রবল কষ্ট হচ্ছে তাঁর। চিকিৎসকেরা তৎক্ষণাৎ বুঝতে পারেন অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। কিন্তু কীসে অ্যালার্জি তাঁর? তরুণীর প্রেমিক জানান, তাঁর ব্রাজিল নাটে অ্যালার্জি রয়েছে। কিন্তু একথাও জানান যে তরুণী ওই বাদাম খাননি। তাহলে কী করে সারা শরীরে এমন জ্বালা পোড়া শুরু হল?

দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর চিকিৎসকেরা বুঝতে পারেন কীভাবে অ্যালার্জি দেখা দিল তরুণীর। চিকিৎসকেরা জানান, তরুণী ওই বাদাম না খেলেও তরুণীর প্রেমিক রাতে বাদাম খেয়েছিলেন। তরুণীকে রক্ষা করার জন্য দাঁত মেজে, স্নান করে তার পর ঘরে যান তিনি কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পরীক্ষা করে দেখা যায়, ওই যুবকের বীর্যে অ্যালারজেন অর্থাৎ অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ রয়েছে। তরুণী ওই যুবকের সঙ্গে নিরোধ ছাড়াই সঙ্গম করেন। আর সেখান থেকেই অ্যালারজেন প্রবেশ করে তরুণীর দেহে। সেন্ট হেইলার হাসপাতালের চিকিৎসকেরা ওই রিপোর্টে জানিয়েছেন, এই প্রথম এই ধরনের কোনও ঘটনা জানা গেল যেখানে দেহতরলের মাধ্যমে অ্যালারজেন ছড়িয়েছে রোগীর দেহে। তবে মঙ্গলের খবর চিকিৎসার পর প্রাণ রক্ষা হয়েছে তরুণীর।