আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন অনন্ত যৌবনের অধিকারী হবেন। কিন্তু যৌবন ধরে রাখতে গিয়ে পুরুষাঙ্গের এই হাল হবে, স্বপ্নেও ভাবেননি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বছর ৬০- এর এক ব্যক্তি। পুরুষাঙ্গ বৃহদাকার করার জন্য দীর্ঘদিন ধরে সিলিকন ইনজেকশন নেওয়ার পরে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলেন তিনি। 


গোটা ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন আমেরিকার লস এঞ্জেলেসে শহরের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ডাঃ টিমোথি কাটজেন। সংবাদমাধ্যমে টিমোথি জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক ওই রোগী গত ১৭ বছর ধরে পুরুষাঙ্গের আকার বৃদ্ধির জন্য সিলিকন ইনজেকশন নিয়েছেন। না জেনে এইকাজ করার ফলে তাঁর পুরুষাঙ্গটি অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। বর্তমানে সেটির আকার সাধারণের তুলনায় পাঁচ গুণ বড়। চিকিৎসকের কথায় কার্যত ‘অব্যবহারযোগ্য জেলির তাল’-এর মতো আকার ধারণ করেছে সেটি।

স্বাভাবিকভাবেই যৌন সঙ্গম তো দূর, ঠিকমতো প্রস্রাব করতেও অক্ষম হয়ে পড়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর অণ্ডকোষের গোড়ায় লেবুর আকারের দু’টি আলাদা পিন্ডের মতো ফোলা অংশ তৈরি হয়েছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় চরম প্রতিবন্ধকতা তৈরি করছে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা এফডিএ কঠোর সতর্কতা জারি করেছে। এফডিএ- র পক্ষ থেকে জানানো হয়েছে, পুরুষাঙ্গে সিলিকন ইনজেকশন নেওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ফলে ফোলাভাব, স্থায়ী দাগ, পুরুষাঙ্গের বিকৃতি, এমনকী রক্ত প্রবাহে সিলিকন প্রবেশ করে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যেকোনও কসমেটিক সার্জারি বা ইনজেকশন নেওয়ার আগে ভালভাবে গবেষণা করা এবং লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কালোবাজার বা অননুমোদিত স্থান থেকে এই ধরনের চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই ঘটনা সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সতর্কবার্তা।