নিতাই দে, আগরতলা: ১১ কোটি টাকার ব্রাউন সুগার আটক ত্রিপুরা পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার অন্তর্গত কাসকাউ পাড়া এলাকায়। এ বিষয়ে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান গোপন সংবাদের ভিত্তিতে এলাকার সঞ্জীব দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে ৯৭ টি সাবানের বাক্সে মজুত ১ কেজি ১৬৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৬ লক্ষ টাকা। 

 

বাড়ির মালিক সঞ্জীব দেববর্মা পুলিশের অভিযানের সময় বাড়ি থেকে পালিয়ে যান। তবে সঞ্জীবের স্ত্রী রিনপুই রিয়াং ও বুদ্ধিরাম দেববর্মা নামে অপর ২ ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ এ ব্যাপারে একটি এন ডি পি এস ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। এবং বাড়ির মালিক সঞ্জীব দেববর্মার তল্লাশি অভিযান জারি রেখেছে। রবিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।  

 

অন্যদিকে গৌহাটি যাওয়ার পথে AS17C/6042 নম্বরের একটি ১২ চাকা লরি থেকে চুড়াইবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়িটির গোপন কক্ষের ভিতর থেকে ২৪ টি প্যাকেট থেকে ১১০ কেজি গাঁজা আটক করে পুলিশ। যার বাজারে মূল্য ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে নুর ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশ এ ব্যাপারে একটি আইনে মামলা নিয়ে এন ডি পি এস ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে গাড়িটির চালক পলাতক।

 

 অন্যদিকে আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ ৩৩ কেজি শুকনো গাজা উদ্ধার করে পুলিশ। গাজাগুলির বাজার মূল্য ২ লক্ষ ৬৪ হাজার টাকা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি জানান গাজাগুলো ট্রেনে করে বাইরের রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। ট্রেনে করে এ গাজাগুলি পাচার করার সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে যে এই গাজাগুলি পাচারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং তাদেরকে অতি শীঘ্রই পুলিশ জালে তুলবে বলে জানিয়েছে।