আজকাল ওয়েবডেস্ক: ১৫ বছর বয়সেই অন্তঃসত্ত্বা এক কিশোরী। দিনের পর দিন লাগাতর ধর্ষণের শিকার সে। অবশেষে মায়ের কাছে এবং থানায় পৌঁছে সৎ বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল সে। কিশোরী জানাল, সৎ বাবা বারবার ধর্ষণ করার জেরেই অন্তঃসত্ত্বা সে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। পুলিশ জানিয়েছে, ১৫ বছরের কিশোরী প্রথমে তার মাকে জানিয়েছিল, সে অন্তঃসত্ত্বা। এও জানিয়েছিল, ফাঁকা বাড়িতে মায়ের অবর্তমানে সৎ বাবা প্রায়ই নির্যাতন করত তাকে। যৌন হেনস্থা থেকে শুরু করে ধর্ষণ করেছে একাধিকবার। বিষয়টি ফাঁস করলে খুনের হুমকিও দিত। 

 

মাকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছয় কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে হাসপাতালে নিয়ে গিয়ে প্রেগনেন্সি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ধর্ষণের বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত যুবক গ্রাম থেকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রি ভোই জেলা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কিশোরীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের অভিযোগটিও সত্যি প্রমাণিত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।