আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সাতসকালে খোশ মেজাজে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অনেকে। পার্কে খানিকটা হাঁটাচলার পরেই যা দেখলেন, তাতেই চোখ ছানাবড়া সকলের। তাঁদের চিৎকারে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক প্রেমিক যুগলের মৃতদেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির হওজ খাস এলাকায়। রবিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ ডিয়ার পার্কের গাছে এক কিশোর ও কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান পার্কের এক নিরাপত্তারক্ষী। সেই সময় মর্নিং ওয়াক করতে অনেকেই যান সেখানে। জোড়া ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠেন তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে যুগল। সেখানে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে এই চরম পদক্ষেপ করেছে, তা ঘিরে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কিশোরের বয়স ১৭ বছর। কিশোরীও তার বয়সি। কিশোরের পরনে ছিল কালো রঙের টিশার্ট এবং নীল রঙের জিনস। কিশোরীর পরনে ছিল সবুজ রঙের ড্রেস। তাদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।
