আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর জন্মদিনে তুমুল হুল্লোড়ে মেতেছিল। আচমকাই ঘটল বিপত্তি। একদিকে যখন বন্ধুরা মিলে আড্ডায় মেতেছিল, সেই সময়েই যৌন হেনস্থার শিকার হয় ১৭ বছর বয়সি এক কিশোরী। তার জেরেই অন্তঃসত্ত্বা সে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি পেটের যন্ত্রণায় ছটফট করছিল ওই কিশোরী। হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সে সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপরই যৌন হেনস্থার বিষয়টি ফাঁস করে সে। 

 

কিশোরী পুলিশকে জানিয়েছে, ১৫ ডিসেম্বর বন্ধু সুনীতার জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। সেখানেই অপরিচিত এক ব্যক্তি বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এমনকী বাইরে ফাঁস না করার জন্য রীতিমতো হুমকিও দেয়। ভয়ে, আতঙ্কে বিষয়টি লুকিয়ে যায় কিশোরী। দিন কয়েক আগেই তাঁর পেটে যন্ত্রণা, বমি শুরু হয়। তখনই পরিবারকে জানায় সে। 

 

পুলিশ জানিয়েছে, কিশোরীর বয়ান রেকর্ড করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিবার এবং কিশোরীর বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।