আজকাল ওয়েবডেস্ক: ফের অ্যাসিড হামলার শিকার এক কলেজ পড়ুয়া। ঘুমন্ত অবস্থাতেই ১৮ বছরের কিশোরীকে অ্যাসিড ছুড়ে হামলা চালাল এক যুবক। ঘটনায় আহত ছাত্রীর বাবা-মাও। তিনজনেই গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। 

 

বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে। ইসলামবাদ শহরে রাত আড়াইটে নাগাদ ভয়াবহ ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, রাতে খাওয়াদাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে ঘুমাতে গিয়েছিল কিশোরী। মধ্যরাতে বাড়িতে আচমকা ঢুকে পড়ে অপরিচিত এক যুবক। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের মুখে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছুড়ে মেরে পালিয়ে যায়। তিন জনের চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর পাঠান। 

 

তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিশোরী গুরুতর আহত। এই ঘটনায় ওই অপরিচিত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কী কারণে কিশোরী এবং তার পরিবারের উপর অ্যাসিড হামলা করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবক কিশোরীর পূর্ব পরিচিত ছিল কি না, তা ঘিরেও খোঁজ চলছে। চিকিৎসা চলাকালীন কিশোরীর বয়ান এখনও রেকর্ড করেনি পুলিশ।