আজকাল ওয়েবডেস্ক: খুদে ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা ঘিরে উত্তাল মহারাষ্ট্রের থানে। দফায় দফায় বিক্ষোভ, রেল রোকো কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল জেলায়। ১২ থেকে ১৩ আগস্টের মধ্যে থানের এক বেসরকারি স্কুলের শৌচালয়ে যৌন নির্যাতনের শিকার হয় তিন বছরের দুইজন ছাত্রী। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হতেই স্কুলের ২৩ বছরের এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরেও ক্ষোভের আগুন নেভেনি।
নির্যাতিতা দুই শিশুর পরিবার সূত্রে খবর, দুইজনেই স্কুলের শৌচালয়ে যেতে ভয় পেত। কয়েকদিন পর পরিবারকে আসল কারণ জানায়। জানায়, ওইদিন সাফাইকর্মী তাদের যৌন নির্যাতন করেছিল। এরপরই শুক্রবার থানায় লিখিত অভিযোগ জানাতে যায় দুই পরিবার। কিন্তু অভিযোগ, সিনিয়র এক পুলিশ কর্মকর্তা অভিযোগ নিতে অস্বীকার করছিলেন। পকসো কেসের পরেও পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ জানিয়েছে নির্যাতিতাদের পরিবার।
মঙ্গলবার ঘটনাটি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদল স্কুলে ঘিরে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা বদলাপুর স্টেশনে রেল রোকো কর্মসূচি চালায়। ছয় ঘণ্টা ধরে কোনও রেল চলাচল করেনি ওই স্টেশনে। স্কুলে এই ঘটনার পর প্রিন্সিপাল, কয়েকজন শিক্ষককেও সাসপেন্ড করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল গঠন করে যৌন নির্যাতনের ঘটনাটি খতিয়ে দেখা হবে। উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিট গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত চলবে।
