আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি রাজস্থানে এক নৃশংস ঘটনা ঘটেছে। রাজস্থানের ঝুনঝুনু জেলার কুমাওয়াস গ্রামে গত ২ ও ৩ অগাস্ট এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় গোটা দেশ। খবর মারফত জানা গিয়েছে, কুমাওয়াস গ্রামের দুই ব্যক্তি মিলে ২৫টিরও বেশি পথকুকুরকে এক নাগাড়ে গুলি করে হত্যা করেছে। এখানেই শেষ নয়, তারা নিজেরাই এই ঘটনার ভিডিও নিজ ফোনে ধারণ করে এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রধান অভিযুক্ত শেওচাঁদ বাভারিয়া। অভিযুক্ত ব্যক্তি একটি রাইফেল নিয়ে প্রকাশ্যে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং একে একে পথকুকুরগুলিকে তাক করে অত্যন্ত কাছ থেকে গুলি করছে। আরেক ব্যক্তি তার সঙ্গে মোটরসাইকেলে ছিল। সেই ব্যক্তি অভিযুক্ত গুলি করার সময় তাকে সহযোগিতা করছিল। তৃতীয় একজন আলাদা একটি বাইকে থেকে পুরো ঘটনাটি ভিডিও করছিল।

ভিডিওটিতে রক্তাক্ত কুকুরের মৃতদেহ রাস্তা ও খোলা মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পশু অধিকার রক্ষা সংগঠন, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানান। এর পাশাপাশি বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানান।

একজন পশু অধিকার কর্মী সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে লেখেন, 'ঘটনাটি রাজস্থানের ঝুনঝুনু জেলার কুমাওয়াস গ্রামে ঘটেছে। প্রকাশ্যে কুকুরদের গুলি করে মারা হয়েছে। পুলিশ প্রশাসন নীরব, এবং আইন স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। অনুগ্রহ করে, পুলিশকে অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' 

আরও পড়ুনঃ মধুচন্দ্রিমার রাতে বিয়ের শাড়ি ছিঁড়ে নববধূ এ কী করলেন! হাঁ করে দেখল সবাই, এরপর যা হল জানলে ভিরমি খাবেন ...

উক্ত পোস্টে রাজস্থান মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্থান পুলিশ এবং ঝুনঝুনু পুলিশকে ট্যাগ করা হয়। এই পোস্টের জবাবে ঝুনঝুনু পুলিশ প্রশাসন জানায় যে, অভিযুক্তদের খুঁজে বের করার জন্য বর্মানে জোর তল্লাশি অভিযান চলছে। এই নৃশংশ ঘটনার জেরে  আইনি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। ঝুনঝুনুর পুলিশ সুপার বিজয় জ্যোতি উপাধ্যায় জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ৪ অগাস্ট তদন্ত শুরু হয়েছে।

নির্মম এই ঘটনার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় সংবিধান (IPC) এবং অস্ত্র আইন (Arms Act)-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে প্রধান অভিযুক্ত পলাতক থাকলেও, পুলিশ জানিয়েছে তারা অভিযুক্তকে শনাক্ত করে ধরতে যথাযথ ও সর্বোচ্চ চেষ্টা করছে। ভিডিওতে থাকা অন্য ব্যক্তিদেরও শনাক্ত করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ 

আরও পড়ুনঃ দীর্ঘ সময় ধরে হোটেলের বাইরে ঘুরছিলেন যুবতী, সন্দেহে পুলিশ গিয়ে যা উদ্ধার করে, জানলে চমকে যাবেন ...

এই নৃশংস ঘটনার জেরে রাজ্যজুড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনসাধারণ ও পশুপ্রেমীদের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

আরও পড়ুনঃ মিরাটে বিরল ঘটনা! যুক্তজমজ জন্মের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু, সত্য জানতে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা ...