আজকাল ওয়েবডেস্ক: মায়ের কোল থেকে সদ্যোজাত কন্যাসন্তানকে ছিনিয়ে বিক্রি করলেন বাবা। তাও আবার মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে। যদিও কয়েক সপ্তাহের মধ্যে তল্লাশি চালিয়েই ২৫ দিনের খুদেকে উদ্ধার করেছে পুলিশ। দীপাবলির আবহে যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অসমে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪ অক্টোবর ডিব্রুগড়ে অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়েছিল। সেদিনই তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার বাবা, মা। তখনই খবর যায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে। পুলিশের সহায়তায় তারা সদ্যোজাতর পরিবারের খোঁজে তল্লাশি শুরু করে। দিন কয়েকের মধ্যে পরিবারের খোঁজও পায়। এরপর কন্যাসন্তানকে তাঁদের হাতে তুলে দেয় পুলিশ। 

 

এখানেই শেষ নয়। এরপরই কন্যাসন্তানকে লুকিয়ে লুকিয়ে এক চিকিৎসক দম্পতির কাছে বিক্রি করে দেন বাবা। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে। কিন্তু সেটিও জানতে পারে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। খোঁজ করে চিকিৎসকের বাড়ি থেকে কন্যাসন্তানটিকে উদ্ধার করে তারা। 

 

কেন কন্যাসন্তানকে বিক্রি করলেন বাবা? পুলিশকে সে জানিয়েছে, দম্পতি শ্রমিক হিসেবে কাজ করেন। আর্থিক অনটনে তাঁদের বেঁচে থাকাই কষ্টকর। অভাবের সংসারে কন্যাসন্তানের খরচ চালানো সম্ভব নয় ভেবেই বিক্রির সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। কন্যাসন্তানের বাবা, মা এবং চিকিৎসক দম্পতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।