আজকাল ওয়েবডেস্ক: কসাই নাকি চিকিৎসক? মধ্যপ্রদেশের ছত্রপুরের জেলা হাসপাতালে গত বৃহস্পতিবার যা ঘটেছে তাতে শিউরে উঠতে হয়। এক চিকিৎসক ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করেছেন। এরপর শারীরিকভাবে দুর্বল ওই বৃদ্ধকে টেনে নিয়ে গিয়ে হাসপাতাল চত্বরের মধ্যে থাকা পুলিশ ফাঁড়ির ভেতরে আটকে রাখার হুমকি দেওয়া হয়!

১৭ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছেন। যা ভাইরাল হতেই শোরগোল পড়েছে।

নির্যাতিত ওই বৃদ্ধের নাম উধভলাল যোশী। তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। উধভলাল বাকিদের মতোই লাইনে অপেক্ষা করছিলেন। তখন হঠাৎ এক জন চিকিৎসক  তাঁদের উপর চড়াও হন। প্রথমে ভিড় দেখে বিরক্ত হয়ে ওই চিকিৎসক তাঁদের জিজ্ঞাসা করেন, তাঁরা কেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 20, 2025

কিন্তু উধভলালের ব্যাখ্যা শোনার আগেই চিকিৎসক তাঁকে চড় মারতে শুরু করে দেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, এর পর তাঁকে টানতে টানতে হাসপাতাল চত্বরে অবস্থিত পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান ওই চিকিৎসকই। সাংবাদিকদের তিনি বলেন, "চিকিৎসক আমাকে লাথি মেরে পুলিশ চৌকিতে টেনে নিয়ে গিয়েছিল। তিনি আমাকে চড় মারেন এবং আমার চশমা ভেঙে দেন। হাসপাতালে দেখানোর জন্য স্লিপও তিনি ছিঁড়ে ফেলেন এবং আমাকে মেরে পেলার হুমকি দেন। আমার স্ত্রীকেও লাঞ্ছনা করা হয়েছে।"

এই ঘটনা দেখে হাসপাতালে উপস্থিত মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যা বুঝেই তড়িঘড়ি চিকিৎসক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মানুষের ক্ষোভ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পদক্ষেপ করতে বাধ্য হয়। হাসপাতালের সিভিল সার্জন ডা. জিএল আহিরওয়ার স্বীকার করেছেন যে, ঘটনাটি দুই দিন আগে হাসপাতালে ঘটেছিল। তিনি বলেন, "প্রাথমিকভাবে চিকিৎসক দাবি করেছেন যে, রোগী অশালীন আচরণ করেছেন। তবে, ভিডিওতে স্পষ্টভাবে চিকিৎসকরে  অগ্রহণযোগ্য এবং লজ্জাজনক আচরণ দেখা যাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি। একটি নোটিশ জারি করা হয়েছে এবং তদন্ত কমিটির সদস্যরা তাঁদের কাজ এগোচ্ছেন। আমরা প্রশাসনের কাছ থেকে নির্দেশনা পেয়েছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে"