আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের জেরে বেসামাল পাকিস্তান। কোন পথে তারা নিজেদের সামলাবে তা ভাবতেই দিশেহারা পরিস্থিতি। এরই মাঝে পাকিস্তানের মিডিয়া চ্যানেল এবং সামাজিক মাধ্যম থেকে শুরু হল ভুয়ো খবরের ছড়াছড়ি।


নটি জঙ্গি ঘাঁটির ওপর ভারতের হামলার পরই বাড়তি চাপে পাকিস্তান। এরপরই পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যম থেকে শুরু হয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি। 


এনডিটিভি সূত্রে খবর, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান মিডিয়া বারে বারে এই খবর প্রকাশ করে যে এমন কোনও অপারেশন হয়নি। যে ভিডিও দেখানো হয়েছে তা নকল। যে দাবি ভারত করছে তার বাস্তব ভিত্তি নেই। 


বেশ কয়েকটি পোস্টে পাকিস্তান মিডিয়া মিথ্যা দাবি করে যে ভারতের ১৫ টি লোকেশনে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। এখানেই শেষ নয়, তারা দাবি করে শ্রীনগর এয়ারবেসে হামলা করেছে পাকিস্তান এয়ার ফোর্স এবং সেখানকার ভারতীয় হেডকোয়ার্টারকে উড়িয়ে দেওয়া হয়েছে।


এই ধরণের ভুয়ো খবর পাকিস্তানের বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীকালে এই খবরগুলির সত্যতা ধরা পড়তেই আসল তথ্য সামনে চলে আসে। 


পিআইবি সূত্রে খবর, বেশ কয়েকটি ভুয়ো খবরের ভিডিও পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করে দেওয়া হয়। সেখানে মিথ্যা দাবি করা হয়েছে শ্রীনগর এয়ারবেসকে আক্রমণ করেছে পাকিস্তান। এই ভিডিওটি বহু পুরনো এবং এটি ভারতের নয়। এই ধরণের বহু ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে পাকিস্তানের মিডিয়ার পক্ষ থেকে। 

?ref_src=twsrc%5Etfw">May 7, 2025

 


বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প। 


পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।