আজকাল ওয়েবডেস্ক: এক জন্মদিন উদযাপন ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একজনের জন্মদিন উদযাপন সম্প্রতি মর্মান্তিকভাবে ভুল পথে মোড় নেয়। আসল ঘটনা কী? সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, জন্মদিনের কেকটি হঠাৎ বিস্ফোরিত হয়। ঘটনার জেরে জন্মদিন উদযাপনের পুরো পরিবেশ অপ্রত্যাশিতভাবে বদলে যায়। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুহূর্তেই তা নেটিজেনদের মধ্যে আলোড়ন তোলে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক অর্ধনগ্ন যুবক তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে একটি সুইমিং পুল থিম পার্টিতে আনন্দ করছেন। এক হাতে তিনি জন্মদিনের কেক নিয়ে রয়েছেন এবং অন্য হাতে একটি রোস্ট করা স্টেক ধরে ছিলেন। এরপর ভিডিওটি যতই এগোয় ততই ঘটনার মোড় অন্য দিকে যায়। ভিডিওতে একটি মুহূর্তে দেখা যায় তিনি কেকটি মুখের কাছে নিয়ে যান, আর ঠিক সেই সময়ে ঘটে বিস্ফোরণ। কেকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।
এরপর দেখা যায় এই আকস্মিক বিস্ফোরণে হতবাক হয়ে ওই যুবক জন্মদিনের কেকের অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে দেন। কিছু সময় ধরে বোঝার চেষ্টা করেন যে কী হয়েছে। দেখা যাচ্ছে পরিস্থিতি বোঝার চেষ্টা করে তিনি উদ্বিগ্নভাবে এদিক-ওদিক হাঁটতে থাকেন। এরপর চোখে হাত ঘষেন। এরপর অবশেষে পুলের দিকে দৌড়ে চলে যান।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, 'আমার বিশ্বাস কেউ কেকের ভিতর আতশবাজি রেখেছিল।' আরেকজন আবার এই ঘটনায় মন্তব্য করে লেখেন, 'ভাগ্য ভালো যে তিনি ঠিক আছেন এবং পুলে ঝাঁপ দিতে পারছেন।' কেউ কেউ এহেন ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'এটা খুবই ভয়ানক, তার বড় ধরনের আঘাত লাগতে পারত।'
আরেকজন ব্যবহারকরী মন্তব্য করে বলেন, 'সে ব্যর্থতাকে উদযাপন করছিল, আর সব কিছু মুখের ওপর বিস্ফোরিত হয়ে গেল।' একজন আবার রসিকতা করে লেখেন, 'পুরুষেরা কেন মেয়েদের থেকে আগে মারা যায়, তার আরেকটা প্রমাণ।' একজন মন্তব্যে বলেন, 'অবিস্মরণীয় এক জন্মদিনের মুহূর্ত।'
তবে বর্তমানে ঘটনাটি একটি রসিকতাপূর্ণ পরিকল্পনার অংশ বলেই ধারণা করা হচ্ছে। ভিডিওতে এমনকি এও দেখা মিলেছে, তাঁর বন্ধুরা তাঁর প্রতিক্রিয়া রেকর্ড করছেন এবং পেছন থেকে হাসাহাসি করছেন। এটি ইঙ্গিত দেয় যে পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। পাশাপাশি এমনভাবে করা হয়েছিল যাতে কেউ আহত না হয়।
প্রসঙ্গত চলতি বছরেই একটি জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক অল্পবয়সী তরুণী তাঁর এক আনন্দঘন মুহূর্তে অপ্রত্যাশিতভাবে একটি হতাশাজনক অভিজ্ঞতার শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই জন্মদিন মানে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, হাসি-আনন্দে ভরপুর মুহূর্ত উপভোগ করা এবং একইসঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাবার্তা পাওয়া। কিন্তু এক্ষেত্রে ঘটনাটি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী তাঁর নিজের জন্মদিনের কেকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে মুহূর্তটি উপভোগ করছিলেন। এমন সময়ে হঠাৎ করেই তাঁর বাবা-মা ‘মজার ছলে’ তাঁর মুখ কেকের মধ্যে চেপে ধরেন। এহেন পরিস্থিতিতে তাঁর মা বাবার আচরণে জন্মদিনের সেই আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়।
ঘটনার জেরে অল্পবয়সী এই তরুণী প্রচণ্ড রেগে যায়। পালটা উত্তরে এমন কিছু করে বসেন যা কেউ কল্পনাও করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণী রাগে বারবার নিজের মুখ কেকের মধ্যে ঠেসে দিচ্ছেন, যেন এমনভাবে নিজের ক্ষোভ প্রকাশ করছেন। এখানেই ঘটনার শেষ নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাঁর বাবা-মা এতে হাসতেই থাকেন এবং পুরো ঘটনাকে ‘হাস্যকর’ বলে মনে করেন।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ দেখা গিয়েছে মাত্র দু দিনের মধ্যেই এটি এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা ব্যাপকভাবে তরুণীর পক্ষে কথা বলেন এবং তাঁর বাবা-মায়ের আচরণের তীব্র সমালোচনা করেন। অনেকে বিদ্রুপ করে বলেন, এটি এমন একটি প্রচলিত 'ট্র্যাডিশন' যা একেবারেই অপ্রয়োজনীয় ও অপমানজনক।
