আজকাল ওয়েবডেস্ক: নদীতে ভাসছে তিনটি নিথর দেহ। সম্পর্কে তাঁরা ভাইবোন। এক পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। তিনটি মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার মধ্য প্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নদী থেকে ২১ বছরের এক তরুণী এবং ১৭ ও ১৪ বছরের দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন সম্পর্কে ভাইবোন। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে শনিবার তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ আরও জানিয়েছে, কল্যাণী গ্রামের বাসিন্দা মমতা যাতব ১৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। তিন সন্তানকে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপরই তাঁর স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করে চারজনের খোঁজ শুরু করে। শনিবার তিন ভাইবোনের মৃতদেহ একটি নদী থেকে পাওয়া গিয়েছে। সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। 

 

সুইসাইড নোটে লেখা রয়েছে, স্বামীর অত্যাচারের কারণে সংসারে নিত্যদিন অশান্তি হত। এই কারণেই তিন সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মমতা। পুলিশ জানিয়েছে, তিনজনের মৃতদেহ পাওয়া গেলেও, মমতার দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তিন সন্তানকে তিনি খুন করে আত্মঘাতী হয়েছেন না কি, চারজনে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন, তা এখনও জানা যায়নি। তাঁর স্বামীকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।