আজকাল ওয়েবডেস্ক: ‘ওকে খুন করেছি’, স্ত্রী গৌরীর বাড়িতে ফোন করে জানান রাকেশ, তারপরেই চম্পট দেন। তদন্তে নেমে সুটকেস থেকে পুলিশ উদ্ধার করে গৌরীর দেহ, বেঙ্গালুরু পুলিশ এবং পুনে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে রাকেশকে। বেঙ্গালুরুর সুটকেস কাণ্ডে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এলাকায়।
রাকেশ, গৌরী (৩২) মহারাষ্ট্রের বাসিন্দা। রাকেশের কর্মসূত্রেই বেঙ্গালুরুতে তাঁরা মাস দুই আগে যান, বসবাস শুরু করেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাকেশ গৌরীর পরিবারকে ফোন করে খুনের কথা জানান।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর ডিসিপি সারা ফতিমা জানিয়েছেন, বেঙ্গালুরুর হুলিমাভু থেকে বিকেলের দিকে তাদের কাছে ফোন যায়, বলা হয় ওই এলাকার এক বাসিন্দা আত্মহত্যা করেছেন। পুলিশ তৎক্ষণাৎ নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখেন, ঘর বন্ধ। তালা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ বাথরুম থেকে একটি বড় সুটকেস উদ্ধার করে।
ওই সুটকেসের ভিতরেই ছিল গৌরীর দেহ। পুলিশ জানিয়েছে, দেহ টুকরো করে নয়, রাকেশ গৌরীর সম্পূর্ন দেহই বড় সুটকেসের মধ্যে ভরে রেখেছিলেন রাকেশ। তবে দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়ান্তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ, তারপরেই মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে, মত পুলিশের।
তবে এই ঘটনার পরেই ফেরার হয়ে যান রাকেশ। বেঙ্গালুরু পুলিশ এবং পুনে পুলিশের তৎপরতায় পুনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক জেরায় রাকেশ ২৬ মার্চের একটি উত্তপ্ত বাদানুবাদের কথা স্বীকার করেছেন। পুলিশ তদন্ত চালাচ্ছে।
