আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজধানী, আর সেখানেই এক সপ্তাহে দ্বিতীয়বার বোমা-হুমকি একাধিক স্কুলে। ৯ ডিসেম্বরের পর, ফের ১৩ ডিসেম্বর সকালে দিল্লির একাধিক স্কুলে বোমা-হুমকি পাঠানো হয়ে ইমেলের মাধ্যমে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

শুক্রবার সকালেই দিল্লির ছয়টি স্কুল বোমা হুমকি পায় ইমেলের মাধ্যমে। তালিকায় পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেমব্রিজ স্কুল। বোমা-হুমকির পরেই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধ করে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহনজক কিছু এখনও পাওয়া যায়নি। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইমেলের মাধ্যমে শুক্রবার সাতসকালে স্কুলগুলিকে জানানো হয়, সেখানে বোমা রাখা রয়েছে। ১৪ ডিসেম্বর স্কুলে অভিভাবক-শিক্ষকদের মিটিং রয়েছে, সেকথা উল্লেখ করে চিঠিতে জানানো হয়েছে, শুক্র এবং শনি, সপ্তাহ শেষের এই দুদিনে বিস্ফোরণ ঘটতে পারে সেখানে। সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ-থেকে এই হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছে। 

এর আগে, ৯ ডিসেম্বর দিল্লি জুড়ে ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বোমাতঙ্কের জেরে স্কুল থেকে সমস্ত পড়ুয়াদের বাড়িতে পাঠানো হয়। 

প্রসঙ্গত, চলতি বছরে মে মাসে দিল্লি, নয়ডা মিলিয়ে শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। আগস্ট মাসে রাজধানীর হাসপাতাল, শপিং মল মিলিয়ে ১০০ জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি মেলে।