আজকাল ওয়েবডেস্ক: বিয়ের একটা আমন্ত্রণ পত্রে ছয় ভাই-বোনের নাম। কার সঙ্গে কে, কখন বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, সবকিছুর খুঁটিনাটি লেখা ছিল আমন্ত্রণ পত্রে‌। যা দেখেই অবাক হয়ে গিয়েছিলেন আমন্ত্রিতরা। এবার বিয়ের আসরে পৌঁছেও চমকে গেলেন সকলে। দেখা গেল, একটাই বিয়ের আসরে, একটা মণ্ডপেই ছয় ভাই-বোন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। জানা গেছে, রাজেশ পুনিয়া ও অমর সিং পুনিয়া দুই ভাই, পেশায় কৃষক। গাওয়ার জেলার বাসিন্দা তাঁরা। দুই ভাইয়ের মোট ছয় সন্তান। ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন তাঁরা। এবার একসঙ্গেই সকলে নতুন অধ্যায়ে পা দিলেন। 

জানা গেছে, একটি অনুষ্ঠান বাড়িতে সকলের বিয়ের আসর বসেছিল। ছয় ভাই-বোনের বিয়ের আমন্ত্রণ পত্র ছিল একটাই। ১৮ এপ্রিলে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। পরেরদিন চার বোনের বিয়ে হয়। সারাদিন ধরে বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। দু'দিনের মধ্যে ছয় ভাই-বোনের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলায় বেজায় খুশি পরিবার। 

এর কারণ কী? রাজেশ ও অমর জানিয়েছেন, মূলত বিয়ের খরচ বাঁচাতেই এভাবে বিয়ের অনুষ্ঠান সারার পরিকল্পনা করেছিলেন তাঁরা। এর ফলে লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। খাওয়াদাওয়া, বিয়ের আসরের সাজসজ্জা, আরও নানাবিধ খরচ তাঁরা বাঁচাতে পেরেছেন। আত্মীয়রাও তাঁদের এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সেরে, বাড়তি খরচ বেঁচে যাওয়ায় স্বস্তিতে পরিবার।