আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে ঘন জঙ্গলে ঘুরতে গিয়েছিল এক যুগল। গভীর জঙ্গলে পা রাখতেই ঘটল বিপত্তি। প্রেমিকের সামনেই কিশোরীকে ধর্ষণ করল এক যুবক। পাশে দাঁড়িয়েও কিশোরীকে রক্ষা করতে পারেননি প্রেমিক। চোখের সামনে ১৫ বছরের কিশোরী যখন যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তখনই ২১ বছরের তরুণের হাত, পা বেঁধে রেখেছিল আরও দুই যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসেন জেলায়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধেয় বনদেবী মন্দিরে পুজো দিয়ে ফিরছিল যুগল। সিলওয়ানি-সাগর রোডের পাশেই জঙ্গলের সামনে বাইক রেখে ভিতরে ঢুকেছিল তারা। সেই সময়েই জঙ্গলের সামনে একটি ট্রাকের টায়ার ফেটে যায়। ট্রাকের চালক, আরও দুই যুবক তখনই জঙ্গলের মধ্যে ঢোকে। 

জঙ্গলে ঢুকতেই যুগলকে দেখে তারা। কিছুক্ষণ পরেই তাদের উপর চড়াও হয়। প্রথমে কিশোরীকে টেনে হিঁচড়ে ঘন জঙ্গলে নিয়ে যায় ট্রাক চালক। বাকি দু'জন কিশোরীর প্রেমিকের হাত, পা বেঁধে আটকে রাখে। সেই জঙ্গলেই কিশোরীকে ধর্ষণ করে ওই ট্রাক চালক। ধর্ষণের পরেই তিনজনে জঙ্গল থেকে পালিয়ে যায়। 

জঙ্গল থেকে প্রেমিকের সঙ্গে বাইরে ছুটে আসে কিশোরী। সেই সময়েই একটি পুলিশের গাড়ি দেখে চিৎকার করে ডাকে। ঘটনাস্থলে পুলিশ এলেই নির্যাতিতা ধর্ষণের ঘটনাটি জানায়। এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ট্রাক চালক ও আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি একজন পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।