আজকাল ওয়েবডেস্ক: দিল্লির পুরনো গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ। ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে আর তেল দেবে না কোনও পেট্রল পাম্প। শনিবার আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই কথা ঘোষণা করেন দিল্লির পরিবেশমন্ত্রী মানজিন্দর সিরসা। রাজধানীর দূষণের পরিমাণ কমাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী ৩১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে।

শনিবারের বৈঠকে মূল আলোচ্য বিষয়গুলি ছিল, পুরানো যানবাহনের উপর বিধিনিষেধ, বাধ্যতামূলক ধোঁয়াশা বিরোধী ব্যবস্থা এবং বৈদ্যুতিক গণপরিবহনে জোর। তিনি বলেন, 'দিল্লির প্রতিটি পেট্রল পাম্পে একটি বিশেষ যন্ত্র বসানো হবে। সেই যন্ত্রের সাহায্যে ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে চিহ্নিত করা হবে। সেই সব গাড়িগুলিকে তেল দেওয়া হবে না।'' তিনি আরও জানান, দিল্লি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রককে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে রাখতে শুধু পেট্রল পাম্পেই তেল দেওয়ায় নিষেধাজ্ঞাই নয়, সকল বহুতল বাড়ি এবং হোটেলগুলিতে ধোঁয়াশা বিরোধী যন্ত্র রাখতে হবে।

তিনি আরও জানান যে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে দিল্লির প্রায় ৯০% সিএনজি বাস পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। সেগুলিকে বৈদ্যুতিক বাস দ্বারা প্রতিস্থাপিত হবে। যা শহরের পরিচ্ছন্ন এবং আরও টেকসই গণপরিবহনের অংশ। এই পদক্ষেপগুলি দিল্লির বায়ু দূষণ মোকাবিলার প্রচেষ্টার অংশ। যা শহরের বাসিন্দাদের জন্য একটি প্রধান সমস্যা।