আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে কুকুর প্রভুভক্ত। বাস্তবেও উদাহরণের ছড়াছড়ি। সম্প্রতি মধ্যপ্রদেশের সাতনা জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছের একটি ঘটনা কুকুরের প্রভুভক্তির বিষয়টিকে ফের তুলে ধরল। বাঘের হাত থেকে মালিককে বাঁচাতে জীবন দিল কুকুর।
ঘটনাটি ঘটে গত ২৬শে ফেব্রুয়ারি বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে। শিবম বাদগাইয়া তাঁর পোষ্য জার্মান শেফার্ডের সঙ্গে ছিলেন বাড়ির বাইরে। ঠিক তখনই একটি বাঘ কাছের জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে। বাঘটি শিবমকে নিশানা করে আক্রমণ করার চেষ্টা করে। যা নজর এড়ায়নি শিবমের পোষ্য জার্মান শেফার্ডের। মালিককে বাঁচাতে বাঘের কাছে গিয়ে কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে।
বাঘটি প্রথমে কুকুরের ঘেউ ঘেউ-কে তেমন পাত্তা দেয়নি। কিন্তু নাছোড় ওই জার্মান শেফার্ড কুকুরটি। বাঘের আরও কাছে চলে যায় সে। এবার বাঘ পরিস্থিতি অন্যদিকে যেতে পারে বলে আন্দাজ করতে পারে। ফলে মালিকের উপর থেকে নজর সরিয়ে বাঘ মনোযোগ দেয় কুকুরটির দিকে। পথের কাঁটা সরাতে বাঘটি কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে!
শিবম বাদহাইয়া ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন- বাঘটি, জার্মান শেফার্ডটিকে তার চোয়ালে ধরে গ্রামের বাইরে নিয়ে যায়। তখন পোষা প্রাণীটি তীব্র প্রতিরোধ করেছিল। প্রাণে রক্ষায় ছটফট করেত থাকে সে। অবশেষে, বাঘটি জার্মান শেফার্ডটিকে ছেড়ে দেয় এবং বনে ফিরে যায়।
গভীর আঘাত, রক্তাক্ত কুকুরটিকে দ্রুত একজন পশুচিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন তার প্রভু শিবম। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই প্রভুভক্ত কুকুরটি মালিককে বাঁচিয়ে নিজে প্রাণত্যাগ করে।
