আজকাল ওয়েবডেস্ক: সমজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। তাতে স্পষ্ট দু' জনের কথোপকথন। তা পড়েই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, যদি কর্মক্ষেত্রে উর্দ্ধতন এই ধরনের আচরণ করেন, তাহলে কাজ করবেন কীভাবে?
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কথোপকথনটি এক সংস্থার কর্মী এবং তাঁর ম্যানেজারের। ওই কর্মী জানিয়েছিলেন, অফিস যাওয়ার সময় তিনি এক দুর্ঘটনার কবলে পড়েছেন। উত্তরে ম্যানেজার তাঁর অবস্থার বিষয়ে, কোনও প্রয়োজন লাগবে কিনা জানতে না চেয়ে সরাসরি প্রশ্ন করেছেন, তিনি কখন অফিসে পৌঁছতে পারবেন সেই বিষয়ে জানাতে। এখানেই শেষ নয়, ঠিক পরের মেসেজেই তিনি যা লিখেছেন তার মর্মার্থ এই যে, পরিবারের কোনও সদস্যের মৃত্যু ছাড়া অফিসে দেরি করে আসা কাম্য নয়। কোনও সংস্থাতেই পরিবারের সদস্যের মৃত্যু ব্যতীত দেরি করে আসা অমার্জনীয়।
যদিও ওই স্ক্রিনশটে আগের মেসেজে স্পষ্ট দেখা গিয়েছে, ওই ব্যক্তির গাড়ি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে একপ্রকার। এই পোস্ট ভাইরাল সমজমাধ্যমে। নেটিজেনরা লাগাতার ক্ষোভ প্রকাশ করেছেন ওই ম্যানেজারের বিরুদ্ধে। অনেকেই অফিসে তাঁদের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। এই ঘটনা মনে পড়াচ্ছে দিনকয়েক আগের একটি ঘটনা। যেখানে উর্দ্ধতনের ব্যবহারে অতিষ্ঠ কর্মী চাকরির প্রথম দিনেই চাকরি ছেড়ে দেন।
