আজকাল ওয়েবডেস্ক: সদ্য স্বামীহারা যুবতী। সন্তানদের নিয়ে হিমশিম খাচ্ছিলেন। সন্তানদের দেখভাল থেকে সংসার সমস্ত দায়দায়িত্ব একা তাঁকেই পালন করতে হচ্ছিল। কে জানত, স্বামীর মৃত্যুর পরেই তাঁর জীবনেও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসবে। যার জন্য আজীবন ভুগতে হবে তাঁকে। 

 

সালটা ২০২২। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। সন্তানদের বাড়িতে রেখে বাজারে যাচ্ছিলেন এক বিধবা যুবতী। সেদিনই ভরা রাস্তায় সকলের সামনে অ্যাসিড হামলার শিকার হন তিনি। ইচ্ছাকৃতভাবে তাঁর সারা গায়ে অ্যাসিড ঢেলে দেন এক বিবাহিত যুবক। যে দৃশ্যের কথা ভাবলে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। 

 

যুবতীর অন্যায়? তিনি বিবাহিত যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। দুই সন্তানের বাবা, ওই যুবকের কুনজর ছিল বিধবা যুবতীর উপর। প্রত্যাখান সহ্য করতে না পেরে যুবতীর জীবন ধ্বংস করতে চেয়েছিলেন। সেই ঘটনায় এবার রায় দিল আদালত। অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কড়া সাজার ঘোষণা করা হল। 

 

আরও পড়ুন: মূত্রপান করলেই হবে সন্তান, বিয়ে! এই 'বাবা'র কীর্তি জানলে গা গুলিয়ে উঠবে, চরম নির্যাতনের শিকার গ্রামবাসীরা

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২২ সালে পথ দুর্ঘটনায় খুশবুর স্বামী মারা যান। এরপর সন্তানদের নিয়ে নিজের বাড়িতে বসবাস করতেন‌ বিধবা যুবতী। ঘটনার দিন সকাল সাড়ে ন'টা নাগাদ বাজারে যাচ্ছিলেন খুশবু। হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়িয়ে পড়েন অজয় নামের এক যুবক। ভরা রাস্তাতেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এবং বিয়ে করার জন্য জোরাজুরি করেন। 

 

এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে যান খুশবু। কোনও মতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু জনসমক্ষে অজয় অশান্তি শুরু করেন। কান্নায় ফেটে পড়েন। খুশবুর হাত ধরে বিয়েতে রাজি হওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। কিন্তু তাতেও খুশবুর মন গলেনি। সকলের সামনে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে চলে যাওয়ার চেষ্টা করেন। এর জেরেই ঘটে বিপত্তি। 

 

সকলের সামনে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায়, অপমানিত বোধ করেন অজয়। সেই বাজারের একটি দোকান থেকে অ্যাসিড কিনে, সকলের সামনে খুশবুর গায়ে ছুড়ে মারেন। অ্যাসিডে খুশবুর সারা শরীর ঝলসে যায়। তড়িঘড়ি করে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। 

 

এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অজয়কে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে আদালতে জমা দেন তাঁরা। দিন কয়েক আগে দুই বছর আগেই খুশবুর উপর সেই অ্যাসিড হামলার মামলার শুনানি ছিল। আদালতের রায়ে অজয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি আরও কড়া শাস্তির নির্দেশ দিয়েছে আদালত। 

 

আদালত জানিয়েছে, খুশবুর উপর যে হামলা চালানো হয়েছে, তাতে আজীবন তাঁকে দুর্ভোগ পোহাতে হবে। এর জন্য পুরোপুরি অজয় দায়ী। খুশবু কখনও অজয়ের সঙ্গে যোগাযোগ করেনি। দুই সন্তানের বাবা অজয় নিজের সংসারকে বঞ্চিত করে, খুশবকে উত্যক্ত করতেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।‌ এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সাহায্যে আর্থিকভাবে আজীবন খুশবুকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।