আজকাল ওয়েবডেস্ক: রামনবমী উপলক্ষে কানপুরের মূলগঞ্জ এলাকায় একটি মিছিল চলাকালীন পাথর ছোড়ার গুজব ছড়ানোর অভিযোগে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গুজবের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশ চন্দর নিশ্চিত করেছেন যে, কোনো হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ বা ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
ঘটনাটি ঘটে রবিবার, যখন মিছিল নয়াচক থেকে মেসটন রোডে যাচ্ছিল। অভিযোগপত্রে এক সাব-ইন্সপেক্টর জানান, কিছু ইউটিউব চ্যানেল ও ব্যক্তি মিথ্যা তথ্য ছড়িয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে।
বিষয়টি তদন্তে সাইবার সেল, ক্রাইম ব্রাঞ্চ ও লোকাল ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, যারা শান্তি নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এফআইআর-এ ভারতীয় আইন (ভারতীয় ন্যায় সংহিতা) ও ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রামনবমীতে তারস্বরে ডিজে ব্যবহারের অভিযোগে শহরের আরও কিছু থানায় পৃথক এফআইআর দায়ের হয়েছে।
