আজকাল ওয়েবডেস্ক: যুবকের আশেপাশে ঘুরছিল মাছি। বারবার বসছিল জামাতেই। ক্রাইম স্পষ্টে এমন দৃশ্য দেখেই রহস্যময় খুনের কিনারা করল পুলিশ। ১৯ বছরের যুবক যে কোনওভাবে খুনের ঘটনায় জড়িত, তা মাছি ওড়া দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ এবং জামার নমুনা সংগ্রহের পরেই ফাঁস হল রহস্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। অভিযুক্তের নাম, ধরম ঠাকুর। মৃতের নাম হল, মনোজ ঠাকুর। মনোজ ধরমের কাকা ছিলেন। কাকাকে খুনের অভিযোগে ইতিমধ্যেই ধরমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজারে গিয়ে দু'জনের মধ্যে সামান্য বচসা হয়েছিল। যার পরই পাথর দিয়ে কাকার মাথায় আঘাত করে খুন করে ধরম।
পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর ধরমের সঙ্গে বাজারে গিয়েছিলেন মনোজ। মদ ও মাংস কেনার পর টাকা ভাগাভাগির সময় দু'জনের মধ্যে ঝামেলা হয়। এরপরই ভারী পাথর দিয়ে কাকার মাথায় আঘাত করে খুন করে পালিয়ে যায় ধরম। খুনের তদন্ত শুরু করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায়, ধরমের সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল মনোজকে। এমনকী খুনের ঘটনাস্থলে শেষপর্যন্ত ধরমই ছিল।
তদন্ত শুরুর পর ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। তখনই পুলিশ দেখে, ধরমের জামায় বারবার মাছি বসছে। তখনই ধরমকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সেসময় তার পরনে ছিল কালো জামা। সেই জামা পরীক্ষা করে ফরেন্সিক টিম। পরীক্ষার পর দেখা যায়, জামায় লেগে রক্তের দাগ। পুলিশি জেরায় প্রথমে সবটা লুকিয়ে গেলেও, শেষমেশ খুনের ঘটনাটি স্বীকার করে নেয় সে।
