আজকাল ওয়েবডেস্ক: হিন্দুদের অন্যতম আরাধ্য দেবতা হলেন প্রভু জগন্নাথ। সম্প্রতি বিদেশি মহিলার উরুতে সেই প্রভু জগন্নাথদেবের ট্যাটু দেখা গিয়েছে। যা নিয়ে অড়িশার রাজধানী ভুবনেশ্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। একাধিক জগন্নাথভক্ত জানিয়েছেন এই ধরনের কাজ সাংস্কৃতিক অবমাননা, অসম্মানজনক এবং আপত্তিকর। তারা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পদক্ষেপ করে পুলিশ। রবিবার রাতেই ভুবনেশ্বরের শহিদনগর থানায় মামলা ওই বিদেশি মহিলা ও ট্যাটু পার্লারের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপরই অভিযুক্ত বিদেশিনী ক্ষমা চেয়ে নেন। একই পথের পথিক হয়েছেন ট্যাটু পার্লারের মালিকও।
পুলিশ সূত্রে খবর, ওই বিদেশিনী ভুবনেশ্বরেই কর্মরত। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (ইচ্ছাকৃত ভাবে ধর্ম ও ধর্মবিশ্বাসে অবমাননা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত) এফআইআর করা হয়েছে।
প্রচণ্ড শোরগোলের মধ্যেই একটি ভিডিও-তে দেখা যাচ্ছে যে- বিদেশিনী ক্ষমা চেয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি প্রতিদিন ভগবান জগন্নাথের পুজো করি এবং তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। আমি ভুল করে আমার উরুতে ট্যাটুটি তৈরি করিয়ে ছিলাম। এর জন্য আমি ক্ষমা চাইছি।"
ট্যাটু পার্লারের মালিক রকিও ক্ষমা চেয়েছেন। একটি ভিডিও তাঁকে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। তাঁর সাফাই, দোকানের একজন কর্মী (ট্যাটু শিল্পী) ওই বিদেশিনীকে ট্যাটু তৈরি করে দিয়েছিলেন। সে বিদেশিনীর সঙ্গে ইংরেজিতে কথা বলে সেটি তৈরি করেন। কিন্তু এটা মারাত্মক ভুল ছিল।
