আজকাল ওয়েবডেস্ক: উদয়পুরে এক ফরাসি নাগরিক এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে। ক্যাফে থেকে পার্টির পর ওই যুবতীকে অভিযুক্ত তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক৷ তাৎক্ষণিকভাবে এফআইআর দায়ের করা হয় পুলিশ সূত্রে খবর৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সন্দেহভাজন ব্যক্তির নাম পুষ্পরাজ ওঝা। ওরফে সিদ্ধার্থ। ঘটনার পরপরই সে নিখোঁজ। যুবতীকে প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর শারিরীক পরীক্ষা নিরীক্ষা চলবে৷ উদয়পুরের বাদগাঁও থানায় ধারা ৬৪ (১) (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র মারফত, ১৭ এপ্রিল যুবতী ফ্রান্স থেকে ভারতে আসেন। এরপর দিল্লি থেকে বাসে করে ২২ জুন উদয়পুরে পৌঁছান। ঘটনার দিন নির্যাতিতা বারবার ওই ব্যক্তিকে তাঁর হোটেলে নামিয়ে দিতে বলেন। কিন্তু অভিযুক্ত কথা না শুনে নিজ অ্যাপার্টমেন্টে গাড়ি চালিয়ে নিয়ে যায়। এরপর সে তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তাঁকে ধর্ষণ করে। মঙ্গলবার ভোরবেলায় অবশেষে অচেতন অবস্থায় তাঁকে হোটেলে ফিরিয়ে নিয়ে যায় অভিযুক্ত৷
পুষ্পরাজকে গ্রেপ্তারের জন্য একটি দল গঠন করা হয়েছে বলে জানান পুলিশকর্মী। দিল্লিতে ফরাসি দূতাবাসকেও ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷
