আজকাল ওয়েবডেস্ক: মাসের শুরুতেই পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল অন্ধ্রপ্রদেশে। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় কাশিবগ্গায় একাদশী উপলক্ষে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ব্যাপক ভিড় জমেছিল। সেই ভিড়ের পদপিষ্ট হয়ে কমপক্ষে ন'জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশ সরকারের জারি করা এক বিবৃতি অনুসারে, মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বহু সংখ্যক ভক্ত এক সঙ্গে মন্দিরের মধ্যে প্রবেশের চেষ্টা করায় পদপিষ্টের ঘটনা ঘটে। যার ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ঘটনার সময় প্রায় ১৫ হাজার ভক্ত ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। সরকার জানিয়েছে যে ভিড়ের চাপে একটি রেলিং ভেঙে পড়েছিল। যার বিশৃঙ্খলা আরও তীব্র হয়ে ওঠে। কারণ, প্রবেশ এবং প্রস্থান উভয় পথ একই পথ দিয়ে পরিচালিত হচ্ছিল।
চলতি বছরেই কুম্ভমেলা থেকে শুরু করে নভেম্বরের শুরু পর্যন্ত অন্ধ্রপ্রদেশে, নিরাপত্তায় গাফিলতির কারণে একাধিক বড়সড় পদপিষ্টের ঘটনা ঘটেছে। শতাধিক প্রাণহানির পরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। যা ঘিরে চরম ক্ষোভ সাধারণ মানুষের।
একনজরে দেখে নিন, চলতি বছরের সবচেয়ে বড় পদপিষ্টের ঘটনাগুলি-
১. ২৭ সেপ্টেম্বর পদপিষ্ট হয়ে তামিলনাড়ুর কারুরে মৃত্যুমিছিল। ভোটমুখী তামিলনাড়ুতে অভিনেতা, রাজনীতিক বিজয়ের জনসভায় ব্যাপক ভিড় হয়েছিল। তামিলাগা ভেটরি কাজ়াগম অর্থাৎ টিভিকে দলের প্রতিষ্ঠাতার জনসভায় কাতারে কাতারে ভক্ত, অনুগামীদের ঠাসাঠাসি ভিড়। সেই জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। ৪০ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের তালিকায় রয়েছে শিশুরাও ছিল।
২. চলতি বছরে ৪ জুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথম শিরোপা জয়ের উদ্যাপন যে ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হবে, তা কেউই কল্পনা করতে পারেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই কিশোর এবং তরুণ। এই দুর্ঘটনার পর থেকেই স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
৩. প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার জন্য হুড়োহুড়ি। ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লি স্টেশনে তুমুল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৮ জন। মৃতদের মধ্যে ১১ জন মহিলা, চারজন শিশু ছিল।
৪. চলতি বছরে ২৯ জানুয়ারি মহাকুম্ভে মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি ঘটে। প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে স্নান করার সময় পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। কমপক্ষে ৬০ জন আহত হয়েছিলেন।
