আজকাল ওয়েবডেস্ক: ফের একবার রেকর্ড পরিমানে জিএসটি আদায় হল। চলতি বছরের মে মাসে জিএসটি আদায়ের পরিমান ২ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে মে মাসে ২.০১ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে। এটি বিগত বছরের তুলনায় ১৬.৪ শতাংশ বেশি।


মে মাসে ভারত নিজের ঘর থেকে পেয়েছে ১.৫০ লক্ষ কোটি টাকা। অন্যদিকে বাইরে থেকে পেয়েছে ৫১ হাজার ২৬৬ কোটি টাকা। যে হিসেব সামনে উঠে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে কেন্দ্রীয় জিএসটি হয়েছে ৩৫ হাজার ৪৩৪ কোটি টাকা। রাজ্যগুলি থেকে এসেছে ৪৩ হাজার ৯০২ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটি এসেছে ১.০৯ লক্ষ কোটি টাকা। সেস এসেছে ১২ হাজার ৮৭৯ কোটি টাকা।


২০২৪ সালের মে মাসে যে পরিমান জিএসটি এসেছিল সেখান থেকে এবার অনেকটা বেড়েছে। এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছিল। সেবারে ২.৩৭ লক্ষ কোটি টাকা আদায় হয়েছিল। সেবারে ১২.৬ শতাংশ হারে বৃদ্ধি ঘটেছিল। 


মার্চ মাসে জিএসটি হয়েছিল ১.৯৬ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ৯.৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে জিএসটি ছিল ১.৮৩ লাখ কোটি টাকা। সেখানে বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। জানুয়ারিতে জিএসটি ছিল ১.৯৬ লাখ কোটি টাকাতে। সেখানে বৃদ্ধির হার ছিল ১২.৩ শতাংশ।


ডিসেম্বরে জিএসটি ছিল ১.৭৭ লাখ কোটি টাকায়। সেখানে বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। তবে নভেম্বর মাসে এই হার ছিল ৮.৫ শতাংশ। এপ্রিল মাসের এই কালেকশনের ফলে সকলের চোখ কপালে উঠে গিয়েছে। মার্চ মাসের হাত ধরেই এপ্রিলের এই উত্থান। যেহেতু এই সময় নতুন আর্থিক বছর শুরু হল তাই এই নতুন রেকর্ড তৈরি হল বলেই মনে করছেন সকলে।


জিএসটি আদায় বৃদ্ধি নিয়ে অর্থনীতির বিশেষজ্ঞ সৌরভ আগরওয়াল বলেছেন, ‘বিশ্বের অস্থির আর্থিক পরিস্থিতির মধ্যেই রেকর্ড অঙ্কের জিএসটি আদায় দেশের অর্থনীতি কতটা পোক্ত তা বুঝিয়ে দিচ্ছে।’ একই মত অপর এক বিশেষজ্ঞ বিবেক জালানের। তিনিও বলেছেন, ‘শুল্ক যুদ্ধ, কাশ্মীরের জঙ্গি হামলার জেরে যে অস্থিরতার পরিবেশ রয়েছে তার মধ্যেও নেট জিএসটি বৃদ্ধি পাওয়া দেশের অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরছে।’