আজকাল ওয়েবডেস্ক: থুতু মিশিয়ে রুটি পরিবেশন করা হচ্ছে রেস্তোরাঁয়। তা যদিও বিন্দুমাত্র টের পাননি সাধারণ মানুষ। কিন্তু রেস্তোরাঁয় যেভাবে রুটি বানানো হয় এবং পরিবেশন করা হয়, তার ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ সকলের। এতদিন ধরে ওই রেস্তোরাঁর রুটি যাঁরা খেয়েছেন, তাঁদেরও কপালে দুশ্চিন্তার ভাঁজ।
ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বারাবাঙ্কির রামনগর পুলিশ স্টেশন এলাকায় একটি রেস্তোরাঁর গা ঘিনঘিনে ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ওই রেস্তোরাঁর এক রাঁধুনি রুটি তৈরির সময় তাতে থুতু মিশিয়ে দিচ্ছে। এমনকী, রুটি পরিবেশনের আগেও তাতে থুতু মেশাচ্ছে। একটি, দু'টিতে নয়, পরপর কয়েকটি রুটিতেই থুতু মিশিয়েছিল সে।
রেস্তোরাঁর একপাশে দাঁড়িয়ে কেউ একজন ভিডিওটি তোলেন। তারপর তা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভাইরাল হতেই মঙ্গলবার ওই রেস্তোরাঁর রাঁধুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি রেস্তোরাঁটিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে উত্তরপ্রদেশের আরও একাধিক রেস্তোরাঁয় খাবারে থুতু মেশানোর ভিডিও ভাইরাল হয়েছিল। যা রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের সর্বত্র খাবার যাতে সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়, তার জন্যই এবার জোড়া অধ্যাদেশ আনবে যোগী আদিত্যনাথের সরকার। 'প্রিভেনশন অফ সিউডো অ্যান্ড অ্যান্টি-হার্মোনি অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোহিবিশন অফ স্পিটিং অর্ডিন্যান্স ২০২৪' এবং 'ইউপি প্রিভেনশন অফ কন্টামিনেশন ইন ফুড অর্ডিন্যান্স ২০২৪'।
