আজকাল ওয়েবডেস্কঃ  স্ত্রীয়ের অসৎ কীর্তি হাতে নাতে ধরে ফেললেন স্বামী। তা স্বামী নিজেই শেয়ার করছেন সমাজমাধ্যমে।  জানলে অবাক হবেন আপনিও। 

চাকরি পেতে  অসৎ উপায়  অবলম্বন করেছিলেন স্ত্রী। তরুণীর এই কাণ্ড ফাঁস করলেন খোদ তাঁর স্বামী। একইসঙ্গে স্ত্রীয়ের ভেল্কির প্রশংসা করতে দেখা তাঁকে। 

সম্প্রতি ভাইরাল হওয়া একটি  ভিডিওতে দেখা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই  তরুণীকে চাকরির  ইন্টারভিউ দিতে । এখনেই শেষ নয়, তরুণীর সেই কীর্তি রেকর্ড করে পোস্টও করেন তাঁর স্বামী। ক্যাপশনে তরুণীর বুদ্ধির প্রশংসা করে লেখা রয়েছে, উচ্চ পদের চাকরির ইন্টারভিউয়ে এআই ব্যবহার করে চিটিং করা স্ত্রীকে  ধরে ফেললেন স্বামী। 

ভিডিওটি পোস্ট হতেই তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তরুণীর এই কাণ্ড দেখে নেটনাগরিকের এক অংশ রেগে গিয়েছেন। চাকরির প্রতিযোগিতার বাজরে এই ঘটনা ক্ষোভের সঞ্চার করেছে।