আজকাল ওয়েবডেস্ক: আপনি কি এসবিআই, এইচডিএফসি বা আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের গ্রাহক? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি ডিঅ্যাকটিভ হয়ে গিয়েছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য সহায়ক হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মোতাবেক, যদি কোনও গ্রাহক নিজেদের কেওয়াইসি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্কে জমা না করেন তাহলে ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে। তখন গ্রাহক ওই অ্যাকাউন্টটি থেকে লেনদেন তো করতে পারবেনই না, এমনি জমা টাকাও তুলতে পারবেন না। ফলে পড়তে হবে ঘোর বিপদে।
তবে গত ২রা ডিসেম্বর আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, দেশজুড়ে ডিঅ্যাকটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে ফের অ্যাকটিভেট করতে গ্রাহকদের সুযোগ দিতে হবে সব ব্যাঙ্ককেই। বেশিরভাগ ক্ষেত্রেই কেওয়াইসি সঠিক সময় জমা না করায় অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হয়েছে। কেওয়াইসি নিয়ম মেনে দিলেই ফের ডিঅ্যাকটিভেট অ্যাকাউন্টগুলি চালু হয়ে যাবে।
কীভাবে ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট অ্যাকটিভেট হবে? আসুন জেনে নেওয়া যাক পদ্ধতি। এসবিআই, এইচডিএফসি বা আইডিএফসি ফাস্ট ব্যাঙ্কের গ্রাহকরা নিম্নলিখিত নিয়ম মেনে চললে সুবিধা পাবেন।
এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম-
বন্ধ অ্যাকাউন্ট ফের সচল করতে গ্রহকদের তিনটি স্তর মেনে চলতে হবে। শুরুতেই গ্রহককে ব্যাঙ্কের যে শাখার অ্যাকাউন্ট সেখানে যেতে হবে। নিজের সাক্ষর করা আবেদনপত্র জমা করতে হবে। নিজের সাক্ষর করা সরকারি পরিচয়পত্র ও বাড়ির প্রমাণ দিতে হবে। এরপরই সচল হয়ে যাবে বন্ধ অ্যাকাউন্টগুলি। সম্ভব হবে লেনদেনও।
আইডিএফসি ব্যাঙ্কের নিয়ম-
সাক্ষর করা আবেদনপত্র জমা করতে হবে। দিতে হবে কেওয়াইসি নথি। এরপরই অ্যাকাউন্ট অ্যাকটিভেট হয়ে যাবে। এর জন্য কোনও খরচ করতে হবে না গ্রাহককে। আরবিআই নিয়ম অনুসারে, ডিঅ্যাকটিভ অ্য়াকাউন্ট অ্যাকটিভ করতে কোনও অর্থ কোনও ব্যাঙ্ক চাইতে পারবে না।
এসবিআই ব্যাঙ্কের নিয়ম-
এক্ষেত্রেও গ্রাহক যেকোনও শাখায় গিয়ে নিজে সাক্ষর করা আবেদনপত্র জমা করে কেওয়াইসি নথি ব্যাঙ্কে দেবেন। ব্যাঙ্ক নথি যাচাইয়ের পর সাসপেন্ড অ্যাকাউন্ট চালু করে দেবে। এসএমএস-এর মাধ্যমে গ্রাহকরা অ্যাকাউন্ট অ্যাকটিভেশনের খবর পাবেন।
