আজকাল ওয়েবডেস্ক: উত্তরপূর্ব ভারতজুড়ে কমবে তাপমাত্রার পারদ। আইএমডি এমনটাই সতর্কতা জারি করেছে। দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ফের কমবে। তবে এর পাশাপাশি দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর মিলেছে। দিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৮ ডিগ্রির কাছে রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রির কাছে।
শুক্রবার এবং শনিবার হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবে শীতের কামড় বাড়বে। এর পাশাপাশি রাজস্থানেও পাল্লা দিয়ে বাড়বে শীতের প্রভাব। তবে জম্মু-কাশ্মীর, লাদাখে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আইএমডি জানিয়েছে হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লির বিভিন্ন অংশে ঘন কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
তবে বেলা বাড়ার সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং শীতের দাপট দেখা যাবে। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা এমনিতেই বেশি থাকে। তার সঙ্গে এবার সমস্যা তৈরি করেছে এই কুয়াশার দাপট। শীতের কামড় ধীরে ধীরে বাড়ছে বলে এই পরিস্থিতি আগামীদিনে আরও খারাপ হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে পশ্চিমবঙ্গের দুয়ারে রয়েছে নিম্নচাপের গেরো। পাশাপাশি দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বছর শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
কলকাতাতেও শনিবার থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আপাতত ক’দিন ভোরের দিকে ঘন কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক ধাক্কায় তিন ডিগ্রি কমল তাপমাত্রা।
