আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ঝুল্লাস, সালোটরি, ধরাটি ও সালানি গ্রামে রবিবার বড়সড় অপারেশন চালিয়ে ৪২টি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা ও স্থানীয় পুলিশ।
সেনার এক মুখপাত্র জানান, সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের সময় এই গোলাগুলি পড়ে ছিল, যা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে উঠেছিল।
সেনার বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও পুলিশের সমন্বয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অভিযান চালানো হয়। নিরাপত্তা বিধি মেনে গোলাগুলি ধ্বংস করা হয় যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়।
সেনার তরফে জানানো হয়েছে, সংঘাতপ্রবণ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ।
উল্লেখ্য, ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে। এরপর ৮, ৯ ও ১০ মে পাকিস্তান ভারতীয় ঘাঁটিগুলিতে পাল্টা হামলার চেষ্টা করে। ১০ মে দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত হয়।
