আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় ভিডিও শুট করছিলেন। আচমকা শ্লীলতাহানির শিকার এক সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। সম্প্রতি লাইভ করে ব্যস্ত রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন তরুণী। যা হু-হু করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এরপরই কড়া পদক্ষেপ করে পুলিশ।
ভাইরাল ভিডিওতে তরুণী জানান, বেঙ্গালুরুর রাস্তায় মহিলারা আর কেউ নিরাপদ নন। সম্প্রতি একটি রিল ভিডিও শুট করার সময় শ্লীলতাহানির শিকার হন তিনি। দশ বছরের এক নাবালক তাঁর শ্লীলতাহানি করে। তরুণী জানিয়েছেন, ভিডিও শুটেই তাঁর মনোযোগ ছিল। উল্টোদিক থেকে নাবালক সাইকেল চালিয়ে আসছিল। তাঁকে দেখে খানিকটা দূরে গিয়ে আবারও তরুণীর দিকেই ফিরে আসে নাবালক। এরপর অশালীন আচরণ করে। এর প্রতিবাদ করলেই কটূক্তি করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তরুণীর চিৎকারে রাস্তাঘাটে বহু পথচলতি মানুষ জড়ো হন। কিন্তু কেউই নাবালককে কিছু বলেননি। তরুণীর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ থাকা সত্বেও নাবালক বলেই তাকে ক্ষমা করার আর্জি জানান স্থানীয়রা। অনেকের দাবি, ভুলবশত নাবালক এমন আচরণ করেছে। তার বিরুদ্ধে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।
এই ঘটনার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। ভিডিওতে ঘটনাটি জানানোর সময়েই কান্নায় ভেঙে পড়েন। তখনও এফআইআর দায়ের করেননি। কিন্তু ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। অভিযুক্ত নাবালককে আটক করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। ঘটনার তদন্ত জারি রয়েছে।
