আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে নির্বাসিত ৬৩ বছরের রক্ষন্দা রশিদকে ১০ দিনের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট। গত ৬ জুনের রায়ে বিচারপতি রাহুল ভরতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই নির্দেশ দেন। রক্ষন্দা ৩৮ বছর ধরে ভারতে দীর্ঘমেয়াদি ভিসায় বসবাস করছিলেন। তার মেয়ে ফালাক জহুর আদালতে মামলা করেন। স্বামী শেখ জহুর আহমেদ জানান, রক্ষন্দা গুরুতর অসুস্থ ও পাকিস্তানে তার দেখভালের কেউ নেই।

আদালত রায়ে জানায়, মানবাধিকার রক্ষার প্রশ্নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রক্ষন্দাকে নির্বাসনে পাঠানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। হাইকোর্ট বলেছে, মানবাধিকারের বিষয়গুলোতে সাংবিধানিক আদালতের SOS হস্তক্ষেপ প্রয়োজন হয়। পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। এরপর রাজ্যে দীর্ঘমেয়াদি ভিসায় থাকা বহু ব্যক্তিকে নির্বাসিত করা হয়। এখন অনেকেই আদালতের শরণাপন্ন হচ্ছেন, বিশেষ করে যারা বহু দশক ধরে ভারতে বসবাস করছেন।

এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।