আজকাল ওয়েবডেস্ক: লার্সেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি) আবারও সংবাদ শিরোনামে এসেছে। কোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন মহিলা কর্মীদের জন্য এক দিনের ছুটি ঘোষণা করেছেন। কিছু মাস আগে ৯০ ঘণ্টার কাজের সপ্তাহের কথা বলার জন্য সুব্রহ্মণ্যন কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর সাম্প্রতিক এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সুব্রহ্মণ্যনের এই পদক্ষেপকে প্রশংসা করছেন, আবার অনেকেই তাতে সন্তুষ্ট নন।
রেডিটের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এটা শুধুমাত্র 'ক্ষতি পূরণ'-এর চেষ্টা। মহিলাদের ব্যাপারে তাঁর জ্ঞান এবং সংবেদনশীলতা কতটা নেতিবাচক এটা তা প্রমাণ করে। তিনি কিছুদিন চুপ করে থাকলেই ভালো করবেন, জনসাধারণ মনে মনে সবকিছু ভুলে যাবে।" অন্য এক ব্যবহারকারী লিখেছেন, "এখন তাঁরা হয়তো মহিলাদের নিয়োগই বন্ধ করে দেবে।"
অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে ছুটি নিতে হলে হয়তো প্রমাণ দিতে হবে, এবং 'ওয়ার্ক ফ্রম হোম' (WFH) নীতি থাকলেই ভালো হতো। একজন লিখেছেন, "কমপক্ষে ওয়ার্ক ফ্রম হোম দাও, জীবন একেবারে শোচনীয় হয়ে গেছে। সব সময় ভ্রমণে কেটে যায়। রান্না করো, বাড়ি পরিষ্কার করো। সামান্য বেতনে কাজ করাও কঠিন হয়ে পড়েছে।"
তবে কিছু ইতিবাচক প্রতিক্রিয়াও এসেছে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, "এটা কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার দিক থেকে বড় জয়। লার্সেন অ্যান্ড টুব্রো এবং চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যনকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য ধন্যবাদ।"
এই ছুটি শুধুমাত্র এল অ্যান্ড টি-র মূল কোম্পানির মহিলা কর্মীদের জন্য প্রযোজ্য। কোম্পানির প্রায় ৬০,০০০ কর্মীর মধ্যে ৫,০০০ জনের মতো মহিলা কর্মী রয়েছেন, যারা এই সুবিধা পাবেন।
