আজকাল ওয়েবডেস্ক: টানা ৪৫ দিন ঘুম নেই, খাওয়াদাওয়ার ঠিকমতো সুযোগ নেই। হাড়ভাঙা পরিশ্রমের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চরম পদক্ষেপ নিলেন এক বেসরকারি সংস্থার কর্মী। বাড়িতে আত্মঘাতী হলেন ৪২ বছরের যুবক। তাঁর ঘর থেকে পাঁচ পাতার সুইসাইড নোট পেয়েছেন পরিবারের সদস্যরা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। গতকাল ঘরের মধ্যে তাঁর নিথর দেহ দেখতে পান বাড়ির পরিচারিকা। দেহের পাশেই রাখা ছিল সুইসাইড নোট। যুবক বাজাজ ফাইনান্স কোম্পানিতে কাজ করতেন। সেখানে টার্গেট পূরণের জন্য চাপ দেওয়া হত তাঁকে। সুইসাইড নোটে যুবক জানিয়েছেন, কোম্পানির সিনিয়ার কাজে এবং টার্গেট পূরণে মারাত্মক চাপ দিতেন। টার্গেট পূরণ না করলে বেতন কেটে নেওয়া থেকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি পর্যন্ত দিতেন।
সুইসাইড নোটে অফিসের সিনিয়রদের নাম উল্লেখ করে, তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছেন যুবক। স্ত্রী, সন্তান, বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে যুবক আরও লিখেছেন, টানা ৪৫ দিন তিনি ঘুমান না। কোনও মতে অল্প খাওয়ার সুযোগ পেয়েছেন। টার্গেট পূরণের জন্য মারাত্মক মানসিক চাপ ছিল। অফিসের সিনিয়াররা বারবার হেনস্থা করতেন। মানসিক চাপ সহ্য করতে না পেরেই এমন পদক্ষেপ করলেন তিনি।
