আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাচ্ছে! হতাশায় ভুগতে শুরু করেন তরুণী। মাত্র দু'জন ফলোয়ার কমে যাওয়ার জন্য স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন তিনি। এও জানালেন, ওই যুবকের সঙ্গে তিনি আর একসঙ্গে থাকবেন না! 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। পুলিশ জানিয়েছে, নিশা নামের তরুণী নয়ডার বাসিন্দা বিজেন্দ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর থেকেই নিশার কিছু অভ্যাস নিয়ে পরিবারে‌ ঝামেলা শুরু হয়। 

 

বিজেন্দ্র পুলিশকে জানিয়েছেন, সারাদিন সোশ্যাল মিডিয়ায় রিল, ভিডিও, ছবি পোস্ট করতেই ব্যস্ত থাকেন নিশা।‌ বিয়ের পর সংসারে কোনও মন ছিল না তাঁর। তা নিয়েই বকাবকি করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে সংসারের কিছু কাজ সামলানোর দায়িত্ব দিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি। 

 

নিশা দেখেন, ইনস্টাগ্রামে তাঁর দু'জন ফলোয়ার কমে গেছে। তাঁর আশঙ্কা ছিল, এর পিছনে স্বামীর কারসাজি রয়েছে। তাঁর চক্রান্তেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কমছে। এরপরই শ্বশুরবাড়িতে অশান্তি করে বাপের বাড়ি চলে আসেন তিনি। এমনকী হাপুরে মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

 

পুলিশ দু'জনকে নিয়ে আলোচনা শুরু করে। কাউন্সিলিংয়ের পর ঝামেলা মিটলেও শ্বশুরবাড়িতে ফিরতে নারাজ নিশা। তরুণী এও জানিয়েছেন, বিকেন্দ্রর সঙ্গে আর তিনি একসঙ্গে থাকবেন না।