আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি, প্রেমিকের দেওয়া কথায় ভুলেছিলেন ২৮ বছর বয়সী মহিলা। ফলে সম্পর্ক গভীর হয়। গড়ে ওঠে শারীরিক সম্পর্ক, ফলে গর্ভবতী হয়ে পড়েন মহিলা। কিন্তু, প্রেমিক আর ওই মহিলাকে বিয়েতে রাজি হননি। নাছোড় মহিলাও। শেষমেষ ঝামেলা এড়াতে প্রেমিক ওই মহিলাকে রাবড়ির সঙ্গে গর্ভপাতের বড়ি মিশিয়ে খাইয়ে দেন অজান্তে। ফলে গর্ভপাত হয়ে যায় মহিলাটির। এতেই মানসিকভাবে ভেঙে পড়েন যুবতী। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। আপাতত পুলিশ হেফাজতে অভিযুক্ত।
থানায় দায়ের করা অভিযোগ অনুসারে, অভিযুক্ত আদর্শ বাল্মিক মেশরাম, মহিলাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন এবং বারবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। যখন তিনি গর্ভবতী হয়ে পড়েন, তখন তিনি প্রেমিকার অজান্তেই গর্ভপাতের বড়ি খেতে বাধ্য করেন, যার ফলে গর্ভপাত হয়।
অভিযোগকারিণীর দাবি, তিনি ওই গর্ভপাতের বড়ি সম্পর্কে অবগত ছিলেন না। ফলে ওই ব্যক্তির দেওয়ারাবড়ি সরল মনে খেয়ে ফেলেছিলেন। তারপরই বেপত্তি। সত্য জানতে পেরে মহিলা, প্রেমিক মেশরামের মুখোমুখি হন। কিন্তু মেশরাম প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করেন। ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে জানা যায়, রাবড়ির মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল গর্ভপাতের ওষুধ। তাঁর ভহঙ্কর কীর্তির কতা স্বামীকার করে নেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদর্শ মেশরামকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হলে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুণের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'অভিযুক্ত বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।'
