আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর কাণ্ড। ১২-১৩টি কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নওশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত প্রাণীদের নিয়ে করে এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। ঘটনাটি দিল্লির শাহদারা জেলার কৈলাশ নগর এলাকার। 

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, "এক যুবকের বিরুদ্ধে বহু কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অন্তত ১৩টি কুক্কুরীকে ধর্ষণের অভিযোগ জানিয়েছে। সেখানেই অভিযুক্ত কাজ করত। ওই যুবককে মারধর করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।" মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

 

?ref_src=twsrc%5Etfw">April 12, 2025

একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর এক্স অ্যাকাউন্ট থেকে নওশাদের কীর্তির ভিডিও আকারে তুলে ধরা হয়। ওই অ্যাকাউন্ট থেকে আরও একাধিক রাজনৈতিক নেতা, দিল্লি পুলিশ, মুখ্যমন্ত্রী এবং দিল্লির এলজি'র অফিসকেও ট্যাগ করা হয়েছে। 

এই ঘটনা ভাইরাল হতেই অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন, "আর কতগুলিকে ধর্ষণের শিকার হতে হয়েছে তা কে জানে?" সকলেই অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছেন।