আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মেয়েদের নিত্যদিন বিরক্ত করতেন। কাউকে কাউকে যৌন হেনস্থাও করেছেন। অশান্তি হলেও থামেননি। এবার তাঁর উপরেই ভয়ঙ্কর প্রতিশোধ। বৃদ্ধকে খুন করে, জ্বালিয়ে দিলেন গ্রামের মহিলারা। হত্যাকাণ্ডে জড়িত কমপক্ষে আটজন মহিলা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতিতে। ৬০ বছর বয়সি বৃদ্ধের উপর প্রতিশোধ নিতেই খুনের পরিকল্পনা করেছিলেন মহিলারা। এই হত্যাকাণ্ডে পুলিশ দশজনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে আটজন হলেন মহিলা। 

 

পুলিশ জানিয়েছে, ২ জুন খুনের ঘটনাটি ঘটে। সেদিন বৃদ্ধের বাড়িতে কেউ ছিলেন না। তাঁরা ফিরে আসার পর থেকে আর বৃদ্ধের খোঁজ পাননি। অবশেষে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্ত শুরুর পর বাড়ি থেকে দু'কিলোমিটার দূরে নির্জন এলাকা থেকে বৃদ্ধের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। 

 

হেফাজতে থাকাকালীন এক মহিলা পুলিশকে জানিয়েছেন, ওই বৃদ্ধ বারবার যৌন হেনস্থা করতেন। ফাঁকা বাড়িতে এসেই যৌন নির্যাতন করতেন। সেদিন বারান্দায় শুয়েছিলেন বৃদ্ধ। তখনই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের একাধিক মহিলাকে যৌন হেনস্থা করতেন বৃদ্ধ। অশান্তি হলেও, থামার লক্ষণ ছিল না। বহুবার প্রতিবাদ করা হয়েছিল। তা সত্ত্বেও মেয়েদের দেখলেই যৌন হেনস্থা করতেন। 

 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধ গ্রামের বিধবাদের সঙ্গে জোর করে সঙ্গম করতেন। বহু মেয়েকে যৌন নির্যাতন করেছেন। এই হত্যাকাণ্ডে আটজন মহিলা জড়িত। সকলকেই গ্রেপ্তার করা হয়েছে।