আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক ভাঙার প্রতিশোধ। প্রাক্তন প্রেমিকার অশ্লীল ভিডিও, ছবি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিলেন বন্ধুদের কাছে। তরুণের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ ২৭ বছরের তরুণীর। তড়িঘড়ি তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত তরুণের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বান্দ্রায়। পুলিশ জানিয়েছে, তরুণী ২৯ বছর বয়সি শিব রাজেন্দ্র নামের এক তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। তরুণ আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ বাহিনী উত্তরপ্রদেশে গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তারির চেষ্টা চালাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, তরুণী কর্মসূত্রে বান্দ্রায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। ২০২৪ সালে গোয়ায় ঘুরতে গিয়ে শিবের সঙ্গে আলাপ হয়। তারপর ডেটিং শুরু করেন দু'জনে। কয়েক মাস আগে বান্দ্রায় তরুণীর ফ্ল্যাটে এসেছিলেন শিব। সেই সময় তাঁরা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও তুলে রেখেছিলেন শিব।
কয়েক মাস পরেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। তরুণী জানতে পারেন, আরও এক তরুণীর সঙ্গে শিব প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন। এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। ৯ এপ্রিল তরুণীর এক বান্ধবী জানান, শিব তাঁর অশ্লীল ছবি, ভিডিও বন্ধুদের পাঠিয়েছেন। এই বিষয়টি ঘিরে অশান্তির মাঝেই তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন শিব। তারপরেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।
