আজকাল ওয়েবডেস্ক: দেখলে আর খেতে ইচ্ছে করবে না। কানপুরের এক রেস্তোরাঁর ভয়াবহ ভিডিও ঘিরে জোর চর্চা। ওই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, একজন রাঁধুনিকে নোংরা জলে ব্যবহার করে ময়দা মাখছেন। মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে যাওয়ার পথে এক ভক্তের তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, রাঁধুনি রাস্তার পাশে নোংরা জলে হাত ডুবিয়ে রুটি তৈরির আটা মাখছেন। এদিকে, রোস্তেরাঁর ভিতরে জমিয়ে খাবার খেয়ে চলেছেন ক্রেতারা। উদ্বিগ্ন ভক্ত সব দেখে রাঁধুনির সঙ্গে কথা বলেন। জানান যে, এতো অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি করা ঠিক নয় কারণ মানুষ তাঁদের বিশ্বাস করেন এবং ভালো পরিচ্ছন্নতা আশা করেন। এই কথা শোনার পরেও রাঁধুনি থামেননি, কাজ চালিয়ে গিয়েছেন।
ভাইরাল ভিডিও-তে ভক্তকে বলতে শোনা যাচ্ছে যে, "এটা হোটেলের রুটি। দেখো রাঁধুনি কীভাবে ময়দা মাখছে, কিন্তু দেখো কোথা থেকে জল নিচ্ছে। এত নোংরা আর হোটেলে বসে মানুষ খাবার খাচ্ছে। এটা কানপুরের একটি হোটেল, প্রয়াগরাজ যাওয়ার পথে। ওরা এত নোংরাছড়াচ্ছে, এটা অবিশ্বাস্য এবং মানুষ টেরও পাচ্ছে না, ওরা কোনও চিন্তা না করেই খাচ্ছে।"
এর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই ভক্ত রাঁধুনির মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করছেন, "তুমি কত পুরনো জল দিয়ে ময়দা মাখছো? এটা করা ঠিক নয়। মানুষ তোমাকে বিশ্বাস করে, তোমার হোটেলে আসে, তাই এটা করা ভালো নয়। মানুষ টাকা দেয়, তাই না?" এসব শুনেো রাঁধুনির আশেপাশের জায়গাটা খুব নোংরা দেখাচ্ছে। লোকটি ময়দা মেখে চলেন।
