আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করে হুল্লোড় করতেই গিয়েছিল নাবালিকা। হুল্লোড় তো দূর অস্ত, শেষমেশ গণধর্ষণের শিকার হয়ে বাড়ি ফিরল সে। ভয়াবহ ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়াল ওড়িশার রাউরকেলায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাউরকেলায়। মঙ্গলবার রাতে রঘুনাথপল্লী পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত পাঁচ জনের মধ্যে দুইজন নাবালিকার বন্ধু। এই ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিল নাবালিকা। গভীর রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি দেখে দুশ্চিন্তায় পড়ে পরিবার। সোমবার ভোরে তাঁরা জানতে পারেন, রবিবার রাতেই দুই বন্ধু সহ মোট পাঁচজন মিলে রেস্তোরাঁ থেকে একটি নির্জন এলাকায় নাবালিকাকে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তারা। অবশেষে মঙ্গলবার তারা থানায় অভিযোগ করে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে এ নিয়ে তিনবার গণধর্ষণের ঘটনার সাক্ষী থাকল রাউরকেলা। এর আগে আরও দুই নাবালিকা গণধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইদিনই এক স্কুলের মধ্যে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন এক শিক্ষক। তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ।