আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’। ভারত–পাক সংঘাতের আবহে ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্নিশ জানাতে ‘সেলফি পয়েন্ট’ তৈরি হল যোগী রাজ্যে। মোরাদাবাদ পুরনিগমের উদ্যোগে তৈরি হয়েছে এই সেলফি পয়েন্ট। যার নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর সেলফি পয়েন্ট’। ওই সেলফি পয়েন্টে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দু’টি বড় কাটআউট। ‘অপারেশন সিঁদুর’–এর বিবরণ দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে মোরাদাবাদ শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায়।
মোরাদাবাদ পুরনিগমের কমিশনার দিব্যাংশু প্যাটেল বলেছেন, ‘ভারতীয় সেনার বীরত্বকে স্বীকৃতি দিতে এটি তৈরি করা হয়েছে।’ যদিও সেলফি পয়েন্ট নিয়ে বিতর্কও শুরু হয়েছে। ওই জায়গায় সেলফি তোলার পরেই তিন যুবককে আটক করে পুলিশ। পুর কমিশনারের দাবি, ওই তিন জন তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। যদিও তিন যুবক পাল্টা দাবি করেছেন, তাঁরা সেলফি পয়েন্টে সেলফি তোলার পরেই পুর কমিশনারের দেহরক্ষীরা তাঁদের ফোনগুলি কেড়ে নেন। ফোনগুলি ফেরত চাইলে ৫০০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওই তিন যুবকের।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মারা যান ২৬ পর্যটক। এর কয়েকদিন পরেই পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত। যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর।’
