আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাবার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল এক চালক। গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল পরপর ন'জনের। আহত হয়েছেন আরও তিনজন। মৃতদের তালিকায় এক খুদেও রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুনের জেজুরি-মোরগাঁও সড়কে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধে পৌনে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ভারী বৃষ্টির মধ্যেই বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল চালক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় ধাবার ভিতরে গাড়িটি ঢুকিয়ে দেয়।
জানা গেছে, 'শ্রীরাম' ধাবার মালিক একটি পিক আপ ভ্যান থেকে রেফ্রিজারেটর নামাচ্ছিলেন। ধাবার বাইরে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। সড়ক থেকে সোজা ধাবার ভিতরে গাড়িটি ঢুকে পড়ায়, পরপর ১২ জনকে পিষে দেয়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর পাঠান পুলিশে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। তারা জানিয়েছে, ১২ জনকেই উদ্ধার করে জেজুরির স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আটজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন মহিলা, পুরুষ, দু'জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হন। চিকিৎসা চলাকালীন এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
