আজকাল ওয়েবডেস্ক : তৃতীয়বার সরকার গঠন করেছে বিজেপি। প্রধানমন্ত্রী হিসাবে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন নরেন্দ্র মোদি। তবে বাজেট পেশ হওয়ার দিন থেকে মোদি সরকার বিরোধী সমালোচনার মুখে। সেই ক্ষতে এবার কী কিছুটা প্রলেপ দিতে চাইছে কেন্দ্র। নাহলে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গাডকারী কেন এমন অনুরোধ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। 

নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে গাডকারী জানিয়েছেন, যদি এলআইসি এবং মেডিক্যাল ইন্সুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া হোক। এই দুটি ক্ষেত্রে ১৮ % হারে জিএসটি নেওয়া হয়ে থাকে। কিন্ত সাধারণ মানুষের অনেক আশা ভরসা এই দুটি ক্ষেত্রে রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এরপর যদি এমন একটি পদক্ষেপ নেওয়া হয় তাহলে খারাপ হবে না বলেই মনে করেন গাডকারী।

 
নাগপুরের একটি লাইফ ইন্সুরেন্স সংস্থা নীতীন গাডকারীকে এই অনুরোধ করে একটি চিঠি দিয়েছিল। সেটি নিয়েই চিন্তাভাবনা করতে চান গাডকারী। এই বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত না হলেও। যদি এটি কার্যকরী হয় তাহলে সাধারণ মানুষের অনেকটা উপকার হবে বলেই মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত, বাজেটে যেভাবে জেডিইউ এবং টিডিপিকে বরাদ্দ করা হয়েছে তারপর থেকে বিরোধী শিবির আক্রমণ করেছে বিজেপিকে।