আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওম জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারতের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে ৩৩টি দেশে পাঠানো বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ৯ অথবা ১০ জুন নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনীতিকদের নিয়ে তৈরি সেই প্রতিনিধি দলকে ভারতের অবস্থান তুলে ধরা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী সমর্থন আদায়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বৈঠকে প্রতিনিধিদলগুলি প্রধানমন্ত্রীকে তাদের সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে জানাবেন। যার মধ্যে রয়েছে উচ্চস্তরের বৈঠক, কৌশলগত কথোপকথন, পহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তর সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া।
বহুদলীয় ঐক্যের এক অভূতপূর্ব প্রদর্শনীতে, সরকার সাতটি প্রতিনিধিদল বিদেশে পাঠিয়েছিল। প্রত্যেকের নেতৃত্বে ছিলেন একজন বিশিষ্ট সংসদ সদস্য। শশী তারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (বিজেপি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), বৈজয়ন্ত পান্ডা (বিজেপি), কানিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি) এবং একনাথ শিন্ডে (শিবসেনা)ছিলেন নেতৃত্বে।
সূত্র খবর, প্রধানমন্ত্রীকে কেবল এই সফরের ফলাফলই নয়, বরং সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে ভারতের বার্তার প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এবং সফরের সারবস্তু সম্পর্কেও অবহিত করা হবে।
বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সাংসদদের প্রতিনিধিদল মঙ্গলবার দুপুর আড়াইটেয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে সফর সম্পর্কে বিস্তারিত জানাবেন। পান্ডার নেতৃত্বে প্রতিনিধিদলটি সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং আলজেরিয়া সফরে গিয়েছিল।
অন্যদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে অপারেশন সিঁদুর অভিযানের পর এই প্রথম প্রধানমন্ত্রী মোদি ৪ জুন বিকেল সাড়ে ৪টের সময় মিনিটে মন্ত্রী পরিষদের সঙ্গে একটি বৈঠক করবেন।
